বিনোদন ডেস্ক : ফের কাজল ও করণ জোহর বিতর্ক৷ তবে এবার পরিচালক করণ জোহর নয়, বরং কাজলই ঘাটলেন পুরানো কাসুন্দি৷ প্রায় সোজাসুজি জানিয়ে দিলেন করণ জোহরের সঙ্গে কাজ করা প্রায় সম্ভব নয়৷
সম্প্রতি একটু ছবির প্রোমোশনে এসেই করণের সম্পর্কে নিজস্ব মতামত জানালেন কাজল৷ কাজলের কথায়, ‘কাউকে নির্দিষ্ট করে কিছুই বলতে চাই না আমি৷ যদি আমার অন্য কোনও বন্ধু আমাকে ছবি অফার করে, আমি অবশ্যই করব৷ যদি অফার না করে তাহলে কেনই বা করব ৷’
কাজল আরও জানান,‘সিনেমা ব্যাপারটা কমফোর্টের ওপর দাঁড়িয়ে থাকে৷ তা ছবির নায়কের সঙ্গেই হোক বা ছবির পরিচালক বা ছবির সঙ্গে যুক্ত অন্য কেউ৷ যদি দুই তরফের মধ্যে কথা বলাই বন্ধ থাকে, তাহলে ছবির কাজ এগোবে কীভাবে?’
এতদিন শুধু কফিই ছিল, যা দিয়েই বলিউডের তেঁতো দিকটাকে তুলে আনতেন করণ জোহর! এতদিন শুধু সিনেমাই ছিল যা দিয়ে মনের কথা বলতেন করণ জোহর৷ তাই তো কখনও নানা সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন করণ, নানারকম করে৷ কখনও প্রেম, বন্ধুত্বের কুছ কুছ হোতা হ্যায়, তো কখনও প্রেম মুশকিল বোঝাতে অ্যায় দিল হ্যায় মুশকিল!
তবে এখন করণ জোহর বার বার খবরে আসছেন, বায়োগ্রাফি লেখার জন্য৷ প্রথমে বায়োগ্রাফিতে লেখা তিনি সমকামীর জন্য বিতর্কের মুখে পড়লেন, আর এবার বায়োগ্রাফির মধ্যে টেনে আনলেন কাজলের সঙ্গে ইদানিং তিক্ত সম্পর্কের কথা৷
বায়োগ্রাফিতে করণ লিখলেন, ‘কাজলের সঙ্গে বন্ধুত্ব যে এভাবে শেষ হবে তা ভাবতেই পারিনি কখনও৷ তবে এই ঘটনা প্রমাণ করল, সত্যিই কাজলের সঙ্গে বন্ধুত্ব ছিল না আমার ৷ হয়তো তাই জন্যই এত সহজে ভেঙে গেল!’
ঘটনাটা হল, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর অজয় দেবগণ পরিচালিত শিবা মুক্তি পেয়েছিল একদিনে ৷ খবরে এসেছিল, করণ জোহর নাকি কমল আর খানকে টাকা দিয়েছিলেন অজয় দেবগণের ছবির হয়ে নেগেটিভ পাবলিসিটি করতে৷
আর সেটাতে সঙ্গ দিয়েছিলেন কাজল! আর তা নিয়েই করণ ও কাজলের মধ্যে শুরু হয় ভুলবোঝাবুঝি৷ করণ চাইলেও নাকি কাজল কিছুতেই মিটিয়ে নিতে চাননি এই ঝগড়া৷ তাই কাজলকে রীতিমতো ‘মিথ্যা বন্ধু’ বলেই ব্যাখা করেছেন করণ!
এমটিনিউজ/এসএস