বিনোদন ডেস্ক: বাহুবলী সিরিজের দুটি ছবিই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়ায় বলিউডের পরিচালকরাও এবার এই ধরনের ছবি তৈরি করার কথা ভাবছেন। বলিউড বাদশা শাহরুখ খান ‘বাহুবলী’ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
সূত্রের খবর, যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবি তৈরি করতে চলেছেন আদিত্য চোপড়া। ডিসেম্বর থেকেই এই ছবির কাজ শুরু হয়ে যাবে। বাহুবলীর হিন্দি সংস্করণও বিপুল জনপ্রিয় হওয়াতেই বলিউড এই ধরনের ছবি তৈরি করার বিষয়ে আগ্রহী হয়েছে বলে জানা গিয়েছে।
শাহরুখ এখন তাঁর আসন্ন ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে শাহরুখের বিপরীতে আছেন অনুষ্কা শর্মা।
৪ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ‘জব হ্যারি মেট সেজল’-এর।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস