বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭, ০৬:৩৩:০৩

বাইরে যেমন হাসিমুখ, ঘরেও কি তাই? তাহলে জানুন...

বাইরে যেমন হাসিমুখ, ঘরেও কি তাই? তাহলে জানুন...

বিনোদন ডেস্ক: আমাদের সকলের প্রিয়.অভিনেত্রী মৌসুমী। সিনে পর্দায় যেমন প্রিয় জুটি ওমর সানি- মৌসুমী, ঠিক তেমনি বাস্তব জীবনেও তাদের জুটি অটুট। তাদের রয়েছে দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম ফারদিন ও মেয়ের নাম ফাইজা। বাবা মায়ের কাছে তাদের সন্তানেরা বরাবরই আদরের ধন, নয়েনের পুত্তলি, কলিজার টুকরা। সন্তানের কাছে বাবা মা কখনোই সেলিব্রিটি না।

তাই মা মৌসুমী যখন কন্যা ফাইজার চুলের যত্ন করছিলেন, তখন বাবা ওমর সানি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে আপ করেছেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে। লিখেছেন: ‘মা কখনোই সেলিব্রেটি না। মা কখনোই প্রধানমন্ত্রী না। মা কখনোই হাজার হাজার কোটি টাকার মালিক না। মা কখনোই পৃথিবীর গরীব না। একজন মায়ের দৃশ্য দেখালাম। দৃশ্যটি কোন আহামরি কোন কিছুই না। কিন্তু কবিতার মতো কি যেন কথা বলে। সেলুট আমার মাকে। সেলুট সব মাকে। সেলুট ফারদিন, ফাইজার মাকে’।

অভিনেত্রী মৌসুমী নিজ কন্যা ফাইজার চুলের যত্ন নিচ্ছেন। সেই দৃশ্য ওমর সানির সমস্ত চৈতন্যকে স্পর্শ করেছে। সেটিকে স্যালুট জানিয়েছেন ওমর সানি। স্ত্রীকে কীভাবে সম্মান করতে হয়, সেই নজির পাওয়া যায় ওমর সানির স্ট্যাটাস থেকেই। মাতৃত্বের মমতাকে তাই ক্যামেরাবন্দি করেছেন তিনি।

১৯৯৩ সালে সালমান শাহ’র বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন মৌসুমী। তার পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমা করে দর্শক হৃদয়ে পাকাপাকি ঠাই করে নিয়েছেন এই প্রথিতযশা অভিনেত্রী। ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওমর সানির সঙ্গে। অভিনয় জীবনের ব্যস্ততা মৌসুমীকে কখনোই সংসারের প্রতি বেখায়ালি করতে পারেনি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে