শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ০৪:৩৮:২৪

প্রেমে ব্যর্থ হলে আত্মহত্যা করো না, ভালবেসো নিজেকে: শুভশ্রী

প্রেমে ব্যর্থ হলে আত্মহত্যা করো না, ভালবেসো নিজেকে: শুভশ্রী

বিনোদন ডেস্ক: নিজের জীবন দিয়েই শিখেছেন জীবনের মানে। ব্যর্থতা, হতাশা, নিন্দে, পরচর্চা সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার সিক্রেট এই প্রথমবার শেয়ার করলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

হাল আমলে টলিউডে এমন ভাগ্য অন্য কোনও নায়িকার হয়েছে কি না জানা নেই। দশ বছর আগেও এমনটা হয়েছিল কি না, তা-ও ভেবেচিন্তে দেখতে হবে। কী বলুন তো? গত এপ্রিল মাস থেকে প্রতিটি দেওয়ালে শুধুই এক সুন্দরীর মুখ। পোস্টারে ছবির নাম যাই-ই হোক না কেন। আমার আপনজন, বস-টু, দেখ কেমন লাগে, নবাব.... সোশাল মিডিয়ায় সবচেয়ে বেশি সার্চড এখন এই নায়িকা, শুভশ্রী।

আরও একটা ব্যাপার। ইনি প্রতি ইন্টারভিউতেই নতুন করে আবিষ্কার করা যায় এঁকে। কারণ একটাই, যা বলেন তিনি, সবই নিজের জীবন থেকে শেখা কথা। বানিয়ে বলা নয়। নবাব ছবির আগে তিনি এলেন অন্যরকমভাবে। এই নিয়ে খুব শর্ট ইন্টারভ্যালে তিনটে ইন্টারভিউ হল শুভশ্রীর। একটিও একঘেয়ে নয়!

নবাব আপনার জীবনের প্রথম ছবি যা ইতিমধ্যেই বাংলাদেশে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।‘‘নিশ্চয়ই ভাল লাগছে। সাকিবও কিন্তু এপার বাংলায় খুব জনপ্রিয়। এই ছবিটা ওর কেরিয়ারেও গুরুত্বপূর্ণ মোড় আনবে।’’ সাকিবের কথা নয়, নিজের কথা বলুন না, আপনার ক্রেডিট তো কিছু কম নয়! আবার মিষ্টি করে হাসলেন শুভশ্রী। ঝলমল করে উঠল চোখের তারা। ‘‘সিনেমাটা টিম গেম। আমি যতটা দিয়েছি, সাকিবও ততটাই। তাছাড়াও যাঁরা ক্যামেরার সামনে পেছনে কাজ করেছেন, তাঁদের অবদানও কম নয়।’’ বললেন শুভশ্রী।

এই দশ বছরে অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর হৃদয়ের পরিসরও বেড়েছে। কিছুদিন আগে আপনি বলেছিলেন, কোয়েল মল্লিক এক নম্বর নায়িকা, আজ কী বলবেন যখন আপনাকেই সকলে নাম্বার ওয়ান বলছেন? ‘‘অবশ্যই কোয়েলদি এখনও নাম্বার ওয়ান। ঋতুপর্ণাদিও। আমার কাছে এঁরা সব সময়ের প্রেরণা।’’ বলে চললেন শুভশ্রী।
একটা মাল্টিপল চয়েস দিচ্ছি। জিৎ, দেব, সাকিব, ওম, কে আপনার চোখে এক নম্বরে? ‘‘আর একটা নাম যোগ করুন, সোহম। অভিনয়ের দিক থেকে বিট্টু সবার উপরে। তার পরে থাকবেন দেব। অভিনয়ের নিরিখে জিৎদাকে তিন নম্বরে রাখলেও দর্শকের মনে অনেক বেশি জায়গা জুড়ে আছেন। সাকিবের এখনও অ্যাসিড টেস্ট হয়নি আর ওম এখনও নবজাতক।’’ সোজাসাপটা উত্তর শুভশ্রীর।

আজও কেন নায়িকারা এত পিছিয়ে। অনেক বেশি পরিশ্রম করেও তাঁরা সামান্য পারিশ্রমিক পান। হিরোরাই টাকাপয়সা, মানসম্মান, জনপ্রিয়তা-সবকিছু নিয়ে চলে যান। ‘‘দেখুন, আমি কখনও পারিশ্রমিক নিয়ে ভাবি না। অভিনয় আমার এই শুভশ্রী ব্র্যান্ড তৈরি করেছে। যাঁরা বলেন নায়কই সব নিয়ে চলে যান, তাঁরা নিশ্চয়ই এটাও বুঝতে পারবেন যে, ছবি ফ্লপ হলেও তার দায়ভার নায়ককেই নিতে হবে, নায়িকাকে নয়।’’ আবার মু-ফট জবাব শুভশ্রীর।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে