শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭, ১০:১৪:১২

অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়তো: গায়ক আবদুল জব্বারের ছেলে

অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়তো: গায়ক আবদুল জব্বারের ছেলে

বিনোদন ডেস্ক: কিংবদন্তি গায়ক আবদুল জব্বার তিন মাস ধরে অসুস্থ। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬২০ নম্বর কেবিনে চিকিৎসাধীন। দিন দিন তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এই গায়কের দুটি কিডনিই বর্তমানে নষ্ট। আছে আরও নানান সমস্যা। গত দুদিন ধরেই তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তিনি এখন কাউকে ভালো করে চিনতে পারছেন না।

আবদুল জব্বারের ছোট ছেলে বাবু জব্বার বলেন,‘ডাক্তার বলেছেন উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু সেই সামর্থ্য আমাদের নেই। তাই অসহায়ভাবেই বাবার মৃত্যু দেখতে হবে হয়তো।’

তিনি বলেন, ‘যে পিতা এত স্নেহ, সম্মানে বেড়ে ওঠার পরিবেশ দিলেন, সেই পিতার জন্য সন্তান হিসেবে কিছুই করতে পারছি না। চোখের সামনে দেখতে হচ্ছে বাবা কষ্ট পাচ্ছেন। প্রতিদিন ইনজেকশন দিতে হচ্ছে। অনেক টাকা যাচ্ছে। হাতের সবই প্রায় শেষ। মাননীয় প্রধানমন্ত্রী দুই বছর আগে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছিলেন।’

এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী নাসিম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর হাসপাতালে দেখতে এসেছিলেন। তারা উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। কিন্তু শিল্পীর পরিবারের লোকজন এখন পর্যন্ত কোনোও সাহায্য পাননি। এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেষ্টা করলেও সে সুযোগ মিলছে না।

দেশ স্বাধীনের আগে আবদুল জব্বার বিভিন্ন গান গেয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিলেন। তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি গানের তালিকায় স্থান লাভ করেছে। এছাড়া তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক (১৯৮০) ও স্বাধীনতা পুরস্কারে (১৯৯৬) ভূষিত হন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে