বিনোদন ডেস্ক : টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের বিয়ের অনুষ্ঠানের দিন তালিকার বাইরে এত মানুষ এসে পড়েছিলেন যে, ওই চাপ সামলাতে না পেরে বর-কনকে বিয়ের আসর থেকে এক পর্যায়ে সরিয়ে দেওয়া হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে তাদের বিয়ের দিনে ঘটে যাওয়া এক মজার স্মৃতি তুলে ধরেছেন তৌকির আহমেদ।
বর্তমানে অভিনয়ে অনেকটা অনিয়মিত এই দম্পতি। গেল জুলাইয়ে এই জুটি তাদের বিয়ের ২৫ বছর পূর্তি করেছে।
তৌকীর জানিয়েছেন, ১৯৯৯ সালের ২৩ জুলাই ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। বর ও কনেসহ দুই পরিবার চার হাজার অতিথিকে দাওয়াত দিয়েছিল, কিন্তু আসেন ছয় থেকে সাত হাজার মানুষ।
তৌকীর বলেন, “আমাদের তো এক পর্যায়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হল। এতো মানুষ এসেছিলেন, তারা খুব ভদ্রভাবেই উপস্থিত ছিলেন। কিন্তু জনতার চাপ সামলানো সম্ভব হচ্ছিল না। যার কারণে এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হল বর ও কনেকে অনুষ্ঠানের জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। পিছনের দরজা দিয়ে বের করে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।”
এই অভিনেতা বলেন, অতিরিক্ত ভিড়ে অনেকেই খাবারে মনোযোগ দিতে পারেননি। খাবারের একাংশ পরে এতিমখানা ও বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়।
“কেউ আসলে খেতে যাননি, সবাই শুধু এক নজর দেখতে গেছেন বা ভালোবেসে গেছেন। আফজাল হোসেন ভাইসহ অনেকেই বনানীর একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। এমন অনেক মজার ঘটনা আছে যা আনন্দের। ”
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তৌকীর। সেই অনুষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।
ব্যক্তিগত জীবনে কয়েক বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত।
বিদেশে স্থায়ী হলেও সময়-সুযোগ পেলেই দেশে আসেন তৌকীর আহমেদ। চেষ্টা করেন পছন্দমতো কাজের সঙ্গে যুক্ত থাকার।
সম্প্রতি তিনি বানিয়েছেন ‘ধূসর প্রজাপ্রতি’ নামের ধারাবাহিক নাটক। যেটি দেখা যাচ্ছে বাংলাদেশ টেলিভিশনে। সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদ পরিচালনা মুক্তি পেয়েছিল ‘স্ফুলিঙ্গ’ নামের সিনেমা। মাঝে মঞ্চে তিনি নির্দেশনা দিয়েছেন মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’।
এদিকে যুক্তরাষ্ট্রে বিপাশার আঁকা ছবির একক প্রদর্শনী হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তিনি আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে যুক্ত হয়েছেন।