বিনোদন ডেস্ক : দেশের প্রথম নারী সংগীতশিল্পী হিসেবে এবার রেকর্ড গড়লেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গত বছর তার গাওয়া ‘রেশমি চুড়ি’ শীর্ষক গান প্রকাশ হয়। দু’দিন আগেই এ গানটি ইউটিউবে এক কোটির ঘর স্পর্শ করে।
অর্থাৎ এক কোটিরও বেশি শ্রোতা-দর্শক কনার ‘রেশমি চুড়ি’ গানটি উপভোগ করেছেন। এ গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। আর গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। আর ভিডিওটি তৈরি করেছেন শিবরা শর্মা। এর মাধ্যমে দেশের প্রথম কোনো নারী শিল্পীর একক কণ্ঠের গান ইউটিউবে এমন সাড়া ফেললো। বিষয়টি নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন কনা।
গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এদিকে বর্তমানে কনা ব্যস্ত সময় পার করছেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি সিনেমা ও জিঙ্গেলেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন তিনি।
রেশমি চুড়ির সফলতা ও বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে কনা বলেন, এটা খুবই বড় একটি সুখবর। ‘রেশমি চুড়ি’ গানটি ইউটউবে এক কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন। একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য বড় পাওয়া। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ হিসেবে কাজ করবে আমার জন্য।
বর্তমানে আসলে সিনেমার গানই বেশি করছি। কয়েকটি নতুন সিনেমার গানে কণ্ঠ দেবো সামনে। আর স্টেজ শো করছি। কয়েকটি গানের ভিডিও নিয়েও পরিকল্পনা চলছে। আশা করছি আরো ভালো কিছু নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতো পারবো শিগগিরই।
এমটিনিউজ/এসবি