শনিবার, ২৯ জুলাই, ২০১৭, ১২:১৪:৩৯

এই নাটকে সাফা কবিরকে বিয়ে করলেন সজল

 এই নাটকে সাফা কবিরকে বিয়ে করলেন সজল

বিনোদন ডেস্ক : ছবিটি দেখে অনেকেই খুশি হবেন। আয়েশি নিঃশ্বাস নিয়ে বলবেন, তাহলে এবার ব্যাচেলর জীবনকে ছুটি দিলেন সজল। তবে কনের দিকে তাকালেও বিস্ময়ের ঘোর কাটবে না। কনের সাজে সাফা কবির!

প্রশ্ন জাগবে মনে। তাহলে কি এতদিন সাফা কবিরের সঙ্গেই প্রেম করে বেড়িয়েছেন সজল। ভেতরে ভেতরে এতদূর! বিষয়টি সত্যি হলে ভালোই হতো।

প্রিয় অভিনেতা সজল নাটকে নয়, বাস্তবেই গলায় বিয়ের মালা পরুক এমনটিই এখন চাচ্ছেন তার ভক্তরা। তবে সাফা কবিরের সঙ্গে তার বিয়ের বিষয়টি পর্দায়।

সম্প্রতি ফারিয়া হোসেনের রচনায় ক্যারিয়ারের ৩৪৪তম নাটক নির্মাণ করলেন চয়নিকা চৌধুরী। নাটকের নাম ‘কে তুমি অপরাজিতা’। এ নাটকেই বর আর কনের চরিত্রে দেখা যাবে সজল ও সাফা কবিরকে।

এ প্রসঙ্গে সজল বলেন, ‘দারুণ গোছানো গল্পের নাটক এটি। সম্পর্কের নানা জটিলতা এ নাটকে তুলে ধরা হয়েছে। এতে আমার বিপরীতে সাফা বেশ ভালো অভিনয় করেছে। গল্পের কারণেই নতুন বরকনের মতো সাজতে হয়েছে আমাদের।’

সাফা কবির বলেন, ‘নাটকে একেবারে ব্রাইডাল সাজে সেজেছি আমি। দেখে মনেই হবে না এটা শুটিংয়ের জন্য সাজ। সজল ভাইয়ের সঙ্গে অভিনয় করে সত্যিই অনেক ভালো লাগছে।’

এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও রিমু রেমা। নাটকটি আসন্ন ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে