রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ০৯:০৬:৪৫

দর্শকদের কাছে অভিনেত্রী ভাবনার একটিই আবদার!

দর্শকদের কাছে অভিনেত্রী ভাবনার একটিই আবদার!

বিনোদন ডেস্ক : শুক্রবার মুক্তি পাচ্ছে নির্মাতা অনিমেষ আইচের ছবি ‘ভয়ংকর সুন্দর’। ছবিটি অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী ভাবনা ও কলকাতার অভিনেতা পরমব্রত। সিনেমাটির প্রচারে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে এসে দর্শকদের কাছে একটি আবদার করেছেন ভাবনা।

৩ আগস্ট ভাবনার জন্মদিন। আর ৪ আগস্ট তার প্রথম চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। দুটো বিষয় মিলিয়ে দর্শকদের কাছে ভাবনা আবদার, ‘আমার জন্মদিনের জন্য কোনও চকলেট, গিফট আমি নেব না এবার। আমি চাই, দর্শকরা টিকিট কেটে ছবি দেখে ছবি তুলে আমাকে ইনবক্স (ফেসবুকে) করবেন। এটাই আমার জন্য বড় উপহার হবে।’

এদিকে বন্যা মির্জা শুরুটা করেন ভাবনাকে দিয়েই। জানতে চান প্রথম চলচ্চিত্র মুক্তিতে তিনি কীভাবে সাড়া পাচ্ছেন ও নিজের অনুভূতি। প্রশ্ন ছিল অনিমেষের ভাবনাকে ঘিরেও। পরিচালক ছবিটি নির্মাণের পেছনের নানা চিন্তা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

রসঙ্গত, ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ‘ভয়ংকর সুন্দর’কে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ইতোমধ্যে ইউটিউবে ছবিটির টিজার ও গান মুক্তি পেয়েছে। এর মূল ভাবনা নেওয়া হয়েছে মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ গল্প থেকে।

ছবির প্রধান দুটি চরিত্রে আছেন ঢাকার ভাবনা ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, এ্যালেন শুভ্র প্রমুখ।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে