রবিবার, ৩০ জুলাই, ২০১৭, ১১:৩৪:১৬

শাহরুখের প্রশংসা করতে গিয়ে অনুষ্কা কী বলেছেন শুনেছেন?

শাহরুখের প্রশংসা করতে গিয়ে অনুষ্কা কী বলেছেন শুনেছেন?

বিনোদন ডেস্ক: এর আগে দু'জনে মিলে দুটো ফিল্মে একসঙ্গে অভিনয় করেছিলেন। একটি রব নে বনাদি জোড়ি এবং অন্যটি যব তক হ্যায় জান। শাহরুখ খান এবং অনুষ্কা শর্মাকে ফের একবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ আলির ফিল্ম যব হ্যারি মেট সেজলে।

আর এই ফিল্মের রিলিজ ডেট যত এগিয়ে আসছে, ততই সিনেমাপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। শাহরুখের সঙ্গে অভিনয় করে এতটাই মুগ্ধ অনুষ্কা শর্মা যে, তিনি বলেছেন, শাহরুখ খান এমন অভিনেতা যে, তাঁর সামনে একটা মাইক থাকলেও, ও এমনভাবে তাকাবে যেন, ওই মাইকটিই বিশ্বের সবথেকে সেরা সুন্দরী।'

অনুষ্কা শেঠ্ঠির কাছ থেকে এমন প্রশংসা পাওয়ার পর দরাজ গলায় পাল্টা প্রশংসাও করতে ছাড়েননি বলিউডের বাদশা। এসআরকে, অনুষ্কাকে বলেছেন, 'হ্যাঁ, ওই মাইকটা তুমি ধরে থাকলে, আমি যতক্ষণ খুশি তাকিয়ে থাকতে পারব।'
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে