সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ১২:৪১:৪৬

কম্বোডিয়ায় ২০টি দেশের মধ্যে সেরা বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’

কম্বোডিয়ায় ২০টি দেশের মধ্যে সেরা বাংলাদেশের ছবি ‘অজ্ঞাতনামা’

বিনোদন ডেস্ক:  ২০টি দেশ, জমা পড়েছে ৫৪টি চলচ্চিত্র। প্রতিযোগিতা হয়েছে ১৭টি ক্যাটাগরিতে। এর মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের ছবি তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।

গতকাল ৩০ জুলাই রোববার সন্ধ্যায় কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।

৫৭তম এশিয়া প্যাসিফিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে ফেডারেশন অব মোশন প্রডিউসারস ইন এশিয়া প্যাসিফিক। উৎসবে বাংলাদেশ থেকে ৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেরা ছবি ছাড়াও ‘অজ্ঞাতনামা’ সেরা চিত্রনাট্য ও সেরা সহঅভিনেতা বিভাগে মনোনয়ন পায়।

বাংলাদেশসহ এই উৎ​সবে আরও অংশ নিয়েছে ভারত, নেপাল, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া,  অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইপে, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন,  শ্রীলঙ্কা ও মঙ্গোলিয়া।

গত ২৮ জুলাই শুক্রবার নমপেনের গার্ডেন সিটি হোটেলে তিন দিনের এই উৎ​সব শুরু হয়। উৎ​সবের শেষ দিন গতকাল ৩০ জুলাই রোববার কম্বোডিয়ার মিনিস্ট্রি অব ইনফরমেশনের সেক্রেটারি অব স্টেট চে চ্যানবোরিবো পুরস্কার বিতরণীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে