বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন এর একটি উপদেশে আজও মেনে চলেন অনিল। সম্প্রতি এক টিভি শোতে এসে বলিউড অভিনেতা অনিল কাপূর বলেছেন, খুদা গাওয়ার পর অমিতজি (অমিতাভ বচ্চন) পাঁচ বছরের ব্রেক নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন।
স্টার তকমার বাইরে স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিলেন। সে সময় মেহেরবানের শুটিংয়ে আমি ওখানে ছিলাম। আমি ওঁর সঙ্গে দেখা করে বলেছিলাম, ২৫ বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়ে গেল, এ বার একটা ব্রেক চাই।
অমিতজি তখন বলেছিলেন, এই ভুলটা করো না। কখনও ফিল্মের থেকে বিরতি নিও না। সেই উপদেশ আজও মেনে চলেছেন অনিল। এই বয়সেও তুমুল এনার্জি নিয়ে একটার পর একটা ছবিতে অভিনয় করে এন্টারটেন করছেন দর্শকদের।
এমটিনিউজ২৪/এম.জে