সোমবার, ৩১ জুলাই, ২০১৭, ০৭:১৪:৩৭

আত্মহত্যা করেছেন মডেল রিসিলা

আত্মহত্যা করেছেন মডেল রিসিলা

বিনোদন ডেস্ক : আত্মহত্যা করেছেন র‌্যাম্প-মডেল রিসিলা বিনতে ওয়াজের। সোমবার সকালে রাজধানীর বাড্ডার বাসায় মডেল রিসিলা আত্মহত্যা করেন। তার মৃত্যর খবর নিশ্চিত করেছেন বাড্ডা থানা পুলিশের একটি সূত্র ও মডেল অভিনেতা ইমতু রাতিশ।

জানা গেছে, বর্তমানে রিসিলার লাশ রয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। কেন আত্মহত্যা করলেন রিসিলা প্রাথমিকভাবে সেটা এখনও সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ। তবে রিসিলার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, মডেল রিসিলা মাদকাসক্ত ছিলেন। নেশায় আসক্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা সবার।

রিসিলা মূলত র‌্যাম্প ও বিলবোর্ড মডেল হিসেবেই পরিচিত। আড়ং, কে ক্র্যাফট, ছাড়াও বেশকিছু নামিদামি ফ্যাশন হাউজের মডেল ছিলেন রিসিলা। এছাড়া দেশের বড়বড় র্যা ম্প শো-তে স্টপার হিসেবে কাজ করছেন রিসিলা। কিছু টেলিভিশন নাটকেও দেখা গেছে তাকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে