বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা অরল্যান্ডো ব্লুম কয়েকদিনের সফরে বাংলাদেশ ঘুরে গেলেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ খ্যাত এ অভিনেতা।
এবারের সফরে বিভিন্ন স্থান ভ্রমণ করার পাশাপাশি ট্রেনের ছাদেও ওঠেন তিনি। ট্রেনের ছাদে উঠে তিনি একটি সেলফি ভিডিও তুলেছেন। ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা তার সে সেলফি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।
এবারের সফরে বাংলাদেশে আসার পর থেকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের শিশুশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিজের নানা ভাবনা ছবিসহ পোস্ট করছেন। জলমগ্ন ঢাকা শহরের রূপও তিনি দেখেছেন। ভিডিও করে তা পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
জনপ্রিয় ছবি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান-এর অন্যতম ‘পাইরেট’, অর্থাৎ জলদস্যু এই অরল্যান্ডো ব্লুম। আর তার ট্রেনের ছাদে ওঠা বেশ সাবলীল ছিল বলেই মন্তব্য করছেন ভিউয়াররা।
এমটিনিউজ/এসএস