মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ১২:৫৭:৫৬

মৌসুমিকে কিন্তু শাকিব খান ভাবি বলে সম্বোধন করেন

মৌসুমিকে কিন্তু শাকিব খান ভাবি বলে সম্বোধন করেন

বিনোদন ডেস্ক : ১৯৯৯ সালে শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত মুভি ‘অনন্ত ভালোবাসা’র নায়িকা ছিলো ইরিন জামান। ইরিন জামানের সাথে নায়ক হিসেবে শাকিব খানের ২য় ও শেষ কাজ ‘হ্রদয় আমার নাম’ ২০০৭ সালে।

ইরিন জামানেরই বড় বোন সবার প্রিয় মৌসুমির সাথে জুটি হয়ে শাকিব খানের প্রথম কাজ ‘তুই যদি আমার হইতিরে’ ২০০৭ সালে। এবং মৌসুমির সাথে জুটি হয়ে শাকিব খানের ২য় ও শেষ কাজ ‘দেবদাস’ ২০১৩ সালে।

কাকতালীয়ভাবে মৌসুমি এবং ইরিন শাকিব খানের নায়িকা হয়ে দুইবার করে পর্দায় এসেছেন। আবার ইরিনের সাথে দুইবারই গল্পের শেষে শাকিব খানের মিল হয়।

আর মৌসুমির সাথে দুইবারই ট্র‍্যাজেডির কারনে হারিয়ে যায়। দুইজন এর মিল নাহয়ে। বাস্তবিক জীবনে মৌসুমিকে কিন্তু শাকিব খান ভাবি বলে সম্বোধন করে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে