মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ০৮:২৯:২৫

আবারও সিনেদুনিয়ায় ফিরছেন কোয়েল মল্লিক

আবারও সিনেদুনিয়ায় ফিরছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: আবার কোয়েল মল্লিক ফিরছেন সিনেদুনিয়ায়। মাঝখানে অল্প অবসর। নিজের মতো করে সময় বেছে নিয়েছিলেন তিনি। কৌশিক গাঙ্গুলির ছায়া ও ছবিতে তাঁর আবার আগমন।

এবার কিন্তু ছবির শুরু হতে না হতেই তার ড্রয়িং খাতা বের করেছেন আলমারি থেকে। ছোট্টবেলায় যে খাতায় আঁকতেন, রং করতেন ইচ্ছেমতো। এ ছবির রাই চ্যাটার্জি আসলে তাঁর নিজের সত্তারই চিত্ররূপ, এমনটাই বলেছেন কোয়েল মল্লিক।

কিন্তু কতটা রঙিন এই ড্রয়িং খাতা? কী এমন গোপন ছবি লুকানো আছে এই খাতায়। ‘আমার অপেক্ষা আসলে ছিল রাইয়ের জন্যেই। অনেক চরিত্রের অফারই পেয়েছি এই সময়ে, কিন্তু মনের মতো হচ্ছিল না। চাইছিলাম না এমন কোনও চরিত্রকে, যা আমি আগেই করেছি, রাই আমার সেই ইচ্ছেপূরণ। সেই ছেঁড়া ড্রয়িং খাতার পাতায় আমি দেখতে পাই রাইয়ের ছোট্টবেলা,’ বলেছেন কোয়েল মল্লিক।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে