বিনোদন ডেস্ক : ‘নিষিদ্ধ’, ‘অবাঞ্ছিত’ ও ‘অস্থিরতা’-গত কয়েকমাস ধরেই এ শব্দগুলো ঘূর্ণিপাক খাচ্ছে চলচ্চিত্র পড়ায়। যার কারণে বাংলাদেশের সিনেমা শিল্পতেও এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। আর তা কাটিয়ে উঠার সবুজ সংকেত খানিকটা দেখতে পাওয়া গেলেও পুরোপুরি কবে সে সবুজ বাতি জ্বলে উঠবে তার নিশ্চয়তা চলচ্চিত্রসংশ্লিষ্ট এখনও কেউ দিতে পারছেন না!
এছাড়া চলচ্চিত্র অঙ্গনের ‘বর্তমান সময়’ এর অস্থিরতাকে এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল নায়ক আরিফিন শুভ রূপক অর্থে ‘ঝড়’ এর সঙ্গে তুলনা করেছেন। গতকাল ৩১ জুলাই সন্ধ্যায় এফডিসিতে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন এ অভিনয়শিল্পী। সে সময় এ মন্তব্য করেন তিনি।
সে সময় তিনি বলেন, ‘যখন ঝড় হয় তখন সবকিছুর মধ্যেই এক ধরনের অস্থিরতা দেখা যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন একটা ঝড় চলছে। সেটা যেভাবেই হোক কিংবা যেদিক থেকেই শুরু হোক না কেনো? আমি সৃষ্টিকর্তার কাছে এটাই চাইবো, ঝড়টা থামুক। এই কারণে থামুক, মাঠের ফসল থেকে শুরু করে গাছের ফল কিংবা রাস্তাঘাট সবকিছুরই ক্ষতি হচ্ছে। মাঠের ফসল, রাস্তাঘাট কথাগুলো আমি রূপক অর্থেই বললাম। এই ঝড় থামলে আমাদের ইন্ডাস্ট্রিরই উপকার হবে।’
জনপ্রিয় এ নায়ক কথা প্রসঙ্গে বলেন, ‘আমাদের অস্তিত্বের স্বার্থে। আমাদের বেঁচে থাকার স্বার্থে এই ঝড়টি থামা উচিত। আর প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া থাকে। আর যদি এ বিষয়গুলো বেশিদিন ধরে চলতে থাকে এর খেসারত আমাদের দিতে হবে। যে আছে কিংবা নেই, সবাইকেই খেসারত দিতে হবে।’
তবে আরিফিন শুভ বিশ্বাস করেন খুব শিগগিরই চলচ্চিত্র অঙ্গনের এ অস্থিরতা কেটে যাবে। শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠবেন চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলেই। প্রসঙ্গ হিসেবে বলেছেন, রাজনীতি এবং অভিনয় দুটি তিনি একসাথে করতে পারবেন না।
জনপ্রিয় এ নায়ক বলেন,‘যদি রাজনীতি করার ইচ্ছে থাকত তবে রাজনীতিতেই যেতাম। যেহেতু অভিনয় করার ইচ্ছে, তাই এ মাধ্যমে এসেছি। যদি ভবিষ্যতে রাজনীতি করতে হয় তবে একেবারেই অভিনয় ছেড়ে দিয়ে করব। দিনের পরে রাত আসে। আর রাতের পর দিন। এখন গোটা ইন্ডাস্ট্রিতে যেহেতু এখন রাত চলছে, দিন তো আসবেই। এটা প্রকৃতির নিয়ম।’
এদিকে শুভ আগামী এক বছরের জন্য আন্তজার্তিক মোবাইল ফোন কোম্পানি রবির শুভেচ্ছাদূত হয়েছেন। এ সময়টায় রবির বিভিন্ন তথ্য ও সেবা প্রচারের জন্য কাজ করবেন তিনি। এরই ধারাবাহিকতায় একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিয়েছেন তিনি। গত দুদিন এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। আজ হচ্ছে পুরানো ঢাকার বিভিন্ন লোকেশনে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন ব্যান্ডটির প্রতিনিধিত্ব করছি। তবে সেটি মডেল হিসেবে না। আমি ব্যক্তি আরিফিন শুভ হিসেবেই কাজটি করছি। বিষয়টা হচ্ছে-বিজ্ঞাপনটি দুটি অংশের। আরে এতে একটি গল্প বলা হচ্ছে। পুরো বিজ্ঞাপনের মূল বক্তব্যটা আমি বলছি। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। তিনি মনে করছেন, এই বিজ্ঞাপনের যে গল্প সেটি আমার ইমেজটার সঙ্গে যায়। তাই আমাকে কাজটির সঙ্গে যুক্ত করেছেন। আমি যতটুকু জানি খুব শিগগিরই এটি টিভি চ্যানেলে প্রচার হবে।’
আরিফিন শুভ এ নির্মাতার পরিচালনায় সর্বশেষ ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। আর এরও সাত থেকে আট বছর আগে ‘ইজিকুয়াল-২’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি।
শুভ অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ৬ অক্টোবর মুক্তি পাবে। আর ‘ভালো থেকো’ও মুক্তির মিছিলে রয়েছে। তবে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান এখনও নির্দিষ্ট দিনক্ষন ঘোষণা করেনি। আর চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রটির প্রি-প্রোডাকশন এর কাজ এগিয়ে চলছে। ‘ভাইজান’ চলচ্চিত্রটিরও গল্পের কাজ চলছে। তবে খুব শিগগিরই শুভ নিশ্চিত হতে পারবেন কোন ছবিটির শুটিং এই আগস্ট মাসেই শুরু হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস