বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চলচ্চিত্র শিল্পের বর্তমান অনৈক্যের কারনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্বিধাবিভক্ত সকল পক্ষকে দেশিয় চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে এক যোগে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন। গতকাল এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন।
আলাপকালে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চলচ্চিত্রকারদের মধ্যে বর্তমানে যে পক্ষ বিপক্ষ অবস্থান তৈরী হয়েছে, বিশেষ করে যৌথ প্রযোজনার অনিয়মকে ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে চলচ্চিত্র নির্মাণ কাজ এক প্রকার বন্ধ হয়ে গেছে বলা যায়। এতে নির্মাতা শিল্পী কলাকুশলীরা বলতে গেলে এখন বেকার ও মানবেতর জীবন যাপন করছে। এর ফলে চলচ্চিত্র জগত চরম ক্ষতির মধ্যে পড়েছে।
ইতিমধ্যে সরকার যৌথ প্রযোজনার সুষ্ঠ নিয়ম ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। তাই আমার অনুরোধ চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে চলচ্চিত্রকারদের ঐক্যবদ্ধ হতেই হবে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস