বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ১০:৫২:১১

অনুষ্কা শেট্টি নয়, 'সাহো'তে প্রভাসের নায়িকা এই বলি সুন্দরী

অনুষ্কা শেট্টি নয়, 'সাহো'তে প্রভাসের নায়িকা এই বলি সুন্দরী

বিনোদন ডেস্ক : অবশেষে জানা গেল, প্রভাসের আগামী ছবি 'সাহো'র নায়িকার নাম। অনুষ্কা শেট্টি আগেই বাদ পড়েছেন। কিন্তু সে জায়গায় অন-স্ক্রিনে প্রভাসের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল।

সিনে মহলে খবর, পরিচালক নাকি এ বার শ্রদ্ধা কাপূরকে ফাইনাল করে ফেলেছেন। 'বাহুবলী'র মন জয় করা জুটিকে যে 'সাহো'তে পাওয়া যাবে না তা ঠিকই ছিল। নির্মাতারা নাকি চিত্রনাট্য লেখার সময়ই ঠিক করেছিলেন, বলিউডের কোনও অভিনেত্রীকেই প্রভাসের বিপরীতে চান তারা।

তবে, কোনও ভাবেই নিশ্চিত হওয়া যাচ্ছিল না তাদের প্রথম পছন্দ কে। তালিকায় উঠে এসেছিল বেশ কয়েক জন বলিউড অভিনেত্রীর নাম। কখনও শোনা গিয়েছে সোনম কাপূরের নাম, তো কখনও উঠে এসেছে ক্যাটরিনা-দিশা পটানিদের কথা। কিন্তু সবাইকে পিছনে সরিয়ে শ্রদ্ধাই নাকি 'সাহো'তে প্রভাসের বিপরীতে অভিনয় করবেন।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নির্মাতারা শ্রদ্ধার পারিশ্রমিকের অঙ্ক নিয়ে চিন্তায় ছিলেন। 'হাসিনা শ্রদ্ধা পার্কার' সেই টাকার পরিমাণ কিছুটা কম করতে নাকি রাজি হয়েছেন। আর এতেই ফের এক বার শ্রদ্ধাকেই ছবির নায়িকা করার জন্য বুক বাঁধছে 'সাহো' টিম।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে