বুধবার, ০২ আগস্ট, ২০১৭, ১১:১৫:০৪

ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়লেন অমিতাভ বচ্চন

ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়লেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন বিগ বি! না, অভিনয় চলাকালীন ঘুমোনোর জন্য কোনও আক্ষেপ নেই, বরং ঘুমোতে পেরে বেশ খুশিই তিনি। সম্প্রতি নিজের ব্লগে ঘুমোনোর সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সঙ্গে সেই খোশমেজাজে ঘুমের একটি ছবিও আপলোড করেছেন তিনি।

বর্তমানে অমিতাভ বচ্চন থাগস্ অফ হিন্দুস্তান এবং ১০২ নট আউট- এই দুই ছবিতে পাশাপাশি অভিনয় করছেন। ১০২ নট আউট ছবিতে তাকে ঋষি কাপূরের বাবার ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তার বয়স হয়েছে ১০২ বছর। এই ছবিটির একটি দৃশ্য রয়েছে, যেখানে ১০২ বছরের বচ্চন মোজা, হনুমান টুপি পরে বিছানার উপর জড়োসড়ো হয়ে ঘুমোবেন।

আর এই দৃশ্যটিতে অভিনয় করার সময় তিনি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন। শুটিং শেষ হয়ে গেলে তাকে ডেকে তুলতে হয়। অভিনয়ের মধ্যে এ ভাবে ঘুমের সুযোগ পাওয়াটা ভীষণ আনন্দের বলেও ব্লগে উল্লেখ করেছেন তিনি।

কিন্তু কেন ঘুমিয়ে পড়লেন অমিতাভ? তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিগ বি এখন খুব ব্যস্ত। এক সঙ্গে এই দুই ছবিতে অভিনয় করার জন্য ঠিকমতো ঘুম হচ্ছে না। কাজের চাপে ক্লান্তও হয়ে পড়ছেন তিনি। সে কারণেই এমন কাণ্ড ঘটেছে। আনন্দবাজার

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে