বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০১:৪৯:২২

নাইমা ভাবী ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন করেছে, সেই খুশিতে আনন্দ মিছিল!

নাইমা ভাবী ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন করেছে, সেই খুশিতে আনন্দ মিছিল!

বিনোদন ডেস্ক : সবকিছুই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যেই চলে এসছে। বিশেষ করে এখন কোন ঘটনা ঘটলেই আলোচনা আর সমালোচনার ঝড় উঠে এই মাধ্যমগুলোতে। আর মাধ্যমগুলোর মধ্য এগিয়ে ফেসবুক। ঠিক তেমনি নাটকের গল্পও এখন বদলে যেতে শুরু করেছে।

দেশে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ফেসবুক বা অন্যান্য টপিক নিয়ে ইতোমধ্যেই টেলিভিশন নাটকগুলোতে কাজ হয়েছে। সেই ধারাবাহিকতায় শেখ সেলিমের পরিচালনায় ‘রমজান ভাই পাবলিক ফিগার’ নামের একটি নাটকে দেখা যাবে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে কয়েকটি দৃশ্য।

যেখানে দেখানো হয়ে অভিনেতা জাহিদ হাসান এলাকার বড় ভাই। যার চরিত্রের নাম রমজান। এলাকার ভাই-ব্রাদার নিয়ে তিনি একটি মিছিল বের করেন। কারণ নাইমা ভাবী রমজান ভাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন।

আপেল মাহমুদের রচনায় নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, আনন্দ খালেদ প্রমুখ। আসছে ঈদে নাটকটি প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে