বিনোদন ডেস্ক: বলিউডের এমন কিছু জনপ্রিয় তারকা অকালে না ফেরার দেশে চলে গেছেন যাদের অনুপস্তিতি আজও অনুভব করে গোটা চলচ্চিত্র জগৎ। জেনে নিন সেই সব তারকাদের প্রয়ানের সংক্ষিপ্ত ইতিহাস-
১. ১৯৬৯ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউডের বিখ্যাত অভিনেত্রী মধুবালার। মাত্র ৩৬ বছর বয়সেই চিরতরে চলে গিয়েছেন মধুবালা।
২. জীবনের সেরা ছবি ‘পাকিজা’ মুক্তির তিন সপ্তাহ পরেই মৃত্যু হয় মীনা কুমারীর। মাত্র ৩৯ বছর বয়সে সিরোসিস অব লিভারে আক্রান্ত হয়ে মারা যান অভিনেত্রী।
৩. বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতা সঞ্জীব কুমার। ১৯৮৫ সালে মাত্র ৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
৪. আর্ট ফিল্ম ও বাণিজ্যিক, ছবির দুই ধারাতেই চূড়ান্ত সফল স্মিতা পাতিল। ১৯৮৬ সালে মাত্র ৩১ বছর বয়সে ছেলে প্রতীক বব্বরের জন্মের সময় মৃত্যু হয় তার।
৫. ১৯৯০ সালে মাত্র ৪৫ বছর বয়সে মৃত্যু হয় সাত-আটের দশকের জনপ্রিয় নায়ক বিনোদ মেহরার। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
৬. ১৯৯২ সালে মাত্র ৫১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমজাদ খানের।
৭. মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৩ সালের ৫ এপ্রিল মর্মান্তিক মৃত্যু হয় দিব্যা ভারতীর। তবে মৃত্যুর কারণ আজও রহস্য।
৮. ২০১৩ সালে আত্মঘাতী হন অভিনেত্রী জিয়া খান। মাত্র ২৫ বছর বয়সে মারা যান অভিনেত্রী।
এমটিনিউজ২৪/এম.জে