বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৯:১৬:১০

জানেন অনুষ্কার আগে বিরাটের জীবনে কোন বলি নায়িকা এসেছিলেন?

জানেন অনুষ্কার আগে বিরাটের জীবনে কোন বলি নায়িকা এসেছিলেন?

স্পোর্টস  ডেস্ক: বিরুষ্কা। বন্ধুত্ব, ভালোবাসা থেকে আজ ব্র্যান্ড। লক্ষ ভক্তসংখ্যা দুই তারকার। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। একজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আরেকজন বলিউডের অন্যতম সফল নায়িকা।

দু’জনেই প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনও। তবে হাত ধরে বিমানবন্দরে হাঁটা, ছুটি কাটাতে যাওয়া থেকে ইনস্টাগ্রামে মিষ্টি ছবি পোস্ট করা। বিরুষ্কার সম্পর্ক নিয়ে এ দুনিয়ায় কারোর বিন্দুমাত্র সন্দেহ নেই।

কিন্তু, ভারতীয় ক্রিকেটের ব্লু আইড বয়ের জীবনে অনুষ্কাই প্রথম অভিনেত্রী নন। এর আগেও ছিলেন বলি পাড়ারই এক তারকা। যাঁর সঙ্গে বিরাটের সম্পর্কের জলও বহুদূর গড়িয়েছিল বলে শোনা যায় টিনসেল টাউনে।

উইটিফিড-এ প্রকাশিত, বিরাট কোহলির প্রাক্তন বান্ধবী আর কেউ নন, ‘বাহুবলী’ ছবির অভিনেত্রী তামান্না ভাটিয়া। এক মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার পর থেকেই মাঝেমধ্যেই মিডিয়ায় ক্যামেরায় ধরা পড়েছিলেন বিরাট-তামান্না। কিন্তু, মাত্র ১ বছর পরই দু’জনের আলাদা হওয়ার খবর ছড়িয়ে যায়। কারণ নাকি, এক বিদেশি মডেল।


ব্রাজিলিয়ান সুন্দরী ও মডেল ইজাবেল-এর সঙ্গে বহুবার দেখা যায় বিরাট কোহলিকে। ক্যামেরার লেন্স এড়াতে পারেননি তাঁরা। বিদেশে দু’জনের একসঙ্গে বেড়ানোর ছবি ভাইরাল হয়ে যায়। যদিও পরবর্তী সময়ে ইজাবেল-এর সঙ্গেও ব্রেক আপ হয় বিরাটের। এরপরই ভারত অধিনায়কের জীবনে আসেন অনুষ্কা শর্মা।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে