বিনোদন ডেস্ক: আগে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও এখন তাদের খুব বন্ধুত্ব। একে অন্যের ছবি মুক্তির আগে শুভকামনা জানান শাহরুখ ও সালমান খান। ঈদে মুক্তি পাওয়া সালমানের ‘টিউবলাইট’-এ অতিথি চরিত্র করেছিলেন শাহরুখ। শোনা যাচ্ছে, শাহরুখের নতুন ছবিতে একইভাবে অতিথি চরিত্র করবেন সালমানও। তবে দুই বন্ধু এবার মুখোমুখি হচ্ছেন ছোট পর্দায়। জানা গেছে, একই দিনে একই সময়ে টিভিতে দুজনেরই শো চলবে। কয়েক বছর ধরেই রিয়ালিটি শো ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান। এ জন্য তিনি রেকর্ড পরিমাণ পারিশ্রমিকও নিয়ে থাকেন। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে শোটির নতুন সিজন, যা শনি ও রবিবার প্রচারিত হবে।
শাহরুখও প্রস্তুতি নিচ্ছেন নতুন টিভি শো ‘টেড টকস ইন্ডিয়া : নয়ি সচ’ নিয়ে। ১৮ থেকে ২৫ আগস্ট শোটির প্রথম দুই পর্বের শুটিং হওয়ার কথা।
জানা গেছে, এই শোটিও শনি ও রবিবার প্রচারিত হবে। প্রচার সময় নিশ্চিতভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্রে খবর—‘বিগ বস’-এর সময়ই চালানো হবে এই শো। এ নিয়ে এখন থেকে শুরু হয়েছে উত্তাপ। দুই খান অবশ্য এ নিয়ে স্পিকটি নট।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস