বিনোদন ডেস্ক: ঈদ মানেই তাহসানের নাটক নিয়ে চ্যানেলগুলোর কাড়াকাড়ি! দর্শকদেরও বাড়তি মনোযোগ তাঁর দিকে—কয়েক বছর ধরে এটাই হয়ে আসছিল। অথচ এবার ঈদের কোনো নাটকেই নাকি দেখা যাবে না তাহসানকে! ঈদে জিপি মিউজিক অ্যাপসে প্রকাশ পাবে তাহসানের নতুন একক ‘অভিমান আমার’। সে অ্যালবামের রেকর্ডিং নিয়েই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়ক, অভিনেতা।
সব নাটকের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন। কণ্ঠ দিচ্ছেন না কোনো মিক্সড কিংবা নাটকের গানেও। অনুপস্থিত থাকছেন অন্যান্য মাধ্যমেও। তাহসান বলেন, ‘গত বছর এই অ্যালবাম নিয়ে জিপি মিউজিকের সঙ্গে চুক্তি হয়। এবার ঈদে সেটা প্রকাশ করছি। আমার একক অ্যালবামের প্রতি শ্রোতাদের প্রত্যাশাটা সব সময়ই বেশি থাকে। তা ছাড়া অনেক দিন বিরতি দিয়ে অ্যালবামটি করছি। তাই কোনো ছাড় দিতে চাচ্ছি না।
গভীর মনোযোগ দিয়ে দিন-রাত কাজ করছি। অ্যালবামের রেকর্ডিং আর শোর বাইরে সব কিছু আপাতত অফ। ’
তাহসান আরো বলেন, ‘অভিমান আমার’-এ গান থাকবে সাতটি। রেকর্ডিংয়েরই পরই গানগুলোর নাম চূড়ান্ত করা হবে। সব গানের কথা ও সুর করেছেন তিনি নিজেই।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস