বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৪:৩০:১৫

একজন নারী হয়ে কীভাবে এমন সিনেমা বানাতে পারে?

একজন নারী হয়ে কীভাবে এমন সিনেমা বানাতে পারে?

বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের নতুন টার্গেট নওয়াজউদ্দিন সিদ্দিকির আসন্ন ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'। কুশন নন্দী পরিচালিত এই ছবিতে নওয়াজের বিপরীতে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ। ৪৮টি জায়গায় কাটের পর অবশেষে গত ২ আগস্ট মুক্তির ছাড়পত্র পেয়েছে ছবিটি।

ট্রেইলারে বেশ কিছু 'বিশেষ' দৃশ্যের জন্য আলোচনায় হিন্দি ছবি 'বাবুমশাই বন্দুকবাজ'। কয়েকদিন আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ছবি দেখার পর চুমুর দৃশ্য, অশ্লীল শব্দ বাদ দেয়াসহ ছবিটির মোট ৪৮টি দৃশ্য কাটার নির্দেশ দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এসব দৃশ্য কাটার পরও ছবিটিকে 'এ' রেটিংসই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।  

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) এক সদস্য ছবির প্রযোজক কিরণ শ্রফকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। ওই সদস্যের বক্তব্য, একজন নারী প্রযোজক কীভাবে এমন সিনেমা বানাতে পারে?

বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কিরণ শ্রফ নিজেই এসব তথ্য দিয়েছেন। 'বাবুমশাই বন্দুকবাজ' ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ ও যতীন গোস্বামী। অ্যাকশন-থ্রিলার ধাঁচের এ ছবিটি পরিচালনা করেছেন কুশন নন্দী।

পরিচালক কুশন বলেন, ‘আমার ছবির ৮০ শতাংশ কেটে দিয়েছে সেন্সর বোর্ড। আমি নিহালনিকে প্রশ্ন করার পর উনি বলেন, হয় এটাই নাও, না হলে ছেড়ে দাও। গোটা বিষয়টি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে লিখিত ভাবে জানানো হবে।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে