বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৫:১৩:২২

'দয়া করে আমার মা-বোনকে টার্গেট করবেন না'

'দয়া করে আমার মা-বোনকে টার্গেট করবেন না'

বিনোদন ডেস্ক: “গত তিন মাস আমার জীবনে আবেগের সুনামি নেমে এসেছে। জীবনে আমি এমন একজনকে হারিয়েছে যার সঙ্গে আমি গভীরভাবে জড়িয়ে ছিলাম। তাই এখনও ঘটনাটা আমার কাছে আতঙ্কের মতো। সনিকা তার জীবন হারিয়েছে, আর আমি জীবন ছাডা় সবকিছু হারিয়েছি। ওই রাতটা দুই পরিবারের ভাগ্য পালটে দিয়েছে। অপূরণীয় ক্ষতি। সনিকার পরিবার যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার কোনও তুলনা হয় না।

নিজের ফেসবুক পেজে মর্মান্তিক সেই দুর্ঘটনার কথা তুলে ধরলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়।

তিনি লিখেছেন, আমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। সেসব নিয়ে আলোচনা করতে আমি লিখছি না। যারা আমাকে তিরস্কার করছে তারা আমার মা-বোনকেও ছাড়েনি।

আমার বোন ট্রমার মধ্যে চলছে, অবসাদে ভুগছে। অবিরাম হিংসার কারণে আমার বোন উদ্বেগে ভুগছে। সে স্পেশাল চাইল্ড। যাঁরা তার দৈনন্দিন সংগ্রামের কথা জানেন, তাঁরা বোঝেন সারা জীবন সে কত কষ্টে কাটিয়েছে। প্রত্যেক এক বছর অন্তর তার অপারেশন হয়। স্বাভাবিক হতে তার আরও তিন মাস সময় লাগে।

বিক্রম আরও বলেছেল, আমার মায়ের ওপরও গঞ্জনা নেমে এসেছে। কিছু কথা এত অবমাননাকর যে, যে কোনও সময় তাঁরা ভেঙে পড়তে পারেন। যাঁরা তাঁদের উদ্দেশ্যে বলছেন তাঁরা দয়া করে বুঝুন, ওঁরা(মা ও বোন) কিন্তু আপনাদের লক্ষ্য করে কিছু বলেননি। বাড়ি ফেরার পর তাঁদের যে অবস্থায় দেখলাম, তাতে আমি কিছু বলতে বাধ্য হচ্ছি। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ওঁদের (মা ও বোন) টার্গেট করবেন না। দয়া করে ওঁদের ছেড়ে দিন।
 
প্রসঙ্গত, গাড়িতে করে বিক্রমের সঙ্গে আসার পথে দুর্ঘটনায় মডেল সনিকা চৌহানের মৃত্যু হয়। ওই ঘটনায় গত ৭ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। দিনকয়েক আগে তিনি শর্তসাপেক্ষে আলিপুর আদালত থেকে জামিন পান। সেখান থেকে বাড়ি ফেরেন।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে