বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের পাশে কে এই অপূর্ব সুন্দরী নারী? সকলের মনের কোণে উঁকি দিচ্ছিল এই একটি প্রশ্ন। কাল ছিল 'ভোগ' বিউটি অ্যাওয়ার্ডস। রেড কার্পেটে একে দেখেই ক্যামেরার ফ্ল্যাশ, আলোর ঝলকানি।
সেক্যুইনড লং ড্রেসে দারুণ লাগছিল তাকে। হঠাত্ই সবাইকে অবাক করে পাশে এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। জড়িয়ে ধরলেন তার কোমর। দুষ্টু হাসি খেলে গেল সেই নারীর ঠোঁটে।
এখানেই অবাক হওয়ার শেষ নয়। পেছন-পেছন এলেন জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন। শ্বেতা খুব একটা আসেন না এ ধরনের জাঁকজমকের অনুষ্ঠানে। তবে মায়ের সঙ্গে আসতেই পারেন। তারাও এসে দাঁড়ালেন অমিতাভ বচ্চনের পাশাপাশি।
এলেন পুত্রবধূ ঐশ্বর্যা রাই বচ্চনও। নেই শুধু অভিষেক বচ্চন। থাকলে পুরো ফ্যামিলি অ্যালবাম কমপ্লিট! ক্লিক, ক্লিক। ডেকে উঠল ফোটোশিকারীদের ক্যামেরা। সপরিবারে হাঁটলেন রেড কার্পেটে, কিন্তু পাশে সুন্দরীটি কে?
জানতে ইচ্ছা করছে কে ইনি? একটু অনুমান করতে পেরেছেন বোধ হয়। সেই ছোট্ট নব্যা নাভেলি নন্দা এখন এতটাই বড় হয়ে গিয়েছেন যে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। সময় বহিয়া যায়, নদীর স্রোতের প্রায়।
বলিউড শাহেনশা বৃদ্ধ হতে পারেন, কিন্তু তার পরিবারবর্গই যে তাকে নবীন করে রেখেছেন। নাতনির পাশে রেড কার্পেটে এই প্রথম ছবি অমিতাভ বচ্চনের। মনের খাতায় অনেকদিন লিখে রাখবেন তিনি।
এমটিনিউজ/এসএস