বিনোদন ডেস্ক: ফোনে অশালীন প্রস্তাব দেওয়ায় অজ্ঞাতপরিচয় কলারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বলিউড অভিনেত্রী কোয়েনা মিত্র। কোয়েনার অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরেই একটি অজানা নম্বর থেকে বার বার তাঁর কাছে মোবাইলে ফোন আসছিল। ধরলেও কোন কথা শোনা যায়নি। তবে গত শনিবার, ফোন ধরতেই তাঁকে আপত্তিকর প্রস্তাব দেয় ওই অজ্ঞাত পরিচয় কলার।
কোয়েনা জানিয়েছেন তার কাছে ওই কলার জানতে চান রাত্রিযাপনের জন্য কত টাকা নিতে চান নায়িকা। বেশ কিছু ক্ষণ অভিনেত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর অপর প্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়।
এর পরই মুম্বাইয়ের ওশিয়াড়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন কোয়েনা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় মহিলাদের প্রতি অশালীন মন্তব্য, কুরুচিকর প্রস্তাবের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ফোন নম্বর ধরে অভিযুক্তকে ট্রেস করার চেষ্টা হচ্ছে।
বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন কোয়েনা। রোড, এক খিলাড়ি এক হাসিনা, হে বেবি ছবিতে নজর কেড়েছে অভিনেত্রীর নাচ। ২০১৫ সালে বাংলা ছবি ‘বেশ করেছি প্রেম করেছি’তে শেষ দেখা গিয়েছিল এই বাঙালি নায়িকাকে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস