বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৬:৪৪:১৬

একি! বিমানবন্দরের মধ্যে আবরামকে কোলে নিয়ে ছুটলেন শাহরুখ!

একি! বিমানবন্দরের মধ্যে আবরামকে কোলে নিয়ে ছুটলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক : শাহরুখ খান এবং তার ছোট্ট পুত্র আবরাম যে ক্যামেরার সামনে যথেষ্ট স্বতস্ফূর্ত সেকথা সকলেরই জানা। কিন্তু সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ঘটে যাওয়া এক ঘটনা দেখে কার্যত তাজ্জব সকলে।

সংযুক্ত আরব আমিররাত থেকে মুম্বাই ফিরছিলেন শাহরুখ এবং আবরাম। তাদের সঙ্গে ছিলেন জব হ্যারি মেট সেজল-এর সহঅভিনেত্রী অনুষ্কা শর্মাও। বিমানবন্দরের মধ্যে ঘুমিয়ে পড়েছিল ছোট্ট আবরাম।

তাই ছেলেকে পাপারাত্জিদের নজর থেকে বাঁচাতে সেসময় সুপারস্টার, আর পাঁচজন স্বাভাবিক বাবার মতোই আচরণ করেন। ছেলের ঘুম যদি ভেঙে যায়, তাহলে সে কান্নাকাটি জুড়ে দেবে। সেই থেকে ছেলেকে বাঁচাতে তাই ক্যামেরাফ্রেন্ডলি বাবা-ছেলে পালিয়ে যান ক্যামেরা দেখে।

তবে শাহরুখকে এভাবে দেখে বেশ অবাক হয়েছেন অনুষ্কাও। কারণ, সবসময়ই শাহরুখকে পোজ দিতে দেখা গেছে ক্যামেরাম্যানদের সামনে। আবরামও ব্যতিক্রম নন। সেখানে হঠাৎ শাহরুখের বাবা সত্ত্বা যেভাবে জেগে উঠল, তা দেখে তাজ্জব বিমানবন্দরে সেসময় উপস্থিত সকলেই।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে