বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৮:২৯:১৯

কোন দল থেকে রাজনীতিতে আসছেন মৌসুমী?

কোন দল থেকে রাজনীতিতে আসছেন মৌসুমী?

বিনোদন ডেস্ক: ঢালিউডে আড়াই যুগের ক্যারিয়ার গড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে বহু স্বীকৃতি। স্বামী ও দুই সন্তান নিয়ে পরম মমতায় যেমন আগলে রেখেছেন সংসার তেমনি ঢালিউডেও ধরে রেখেছেন নিজের জায়গা।

তার প্রধান পরিচয় অভিনেত্রী হলেও আছে আলাদা পরিচয়। সব ছাপিয়ে আছে আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে সম্প্রতি গুজব রটেছে রাজনীতিতে আসছেন এ চিত্রনায়িকা। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। সত্যিই কি এমনটা ঘটতে যাচ্ছে?

প্রশ্ন করাতে বেশ বিরক্তই হলেন মৌসুমী। বললেন 'এখন পর্যন্ত এমন কোনো সম্ভাবনাই নেই। এ ধরনের কোনো কিছু ঘটেনি। কারা যেন রটিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন। আমি নাকি খুলনা থেকে নির্বাচন করবো!'

তিনি আরো বলেন, 'এ খবর সম্পূর্ণ মিথ্যা। প্রধানমন্ত্রীও আমাকে এ ধরনের কোনো প্রস্তাব দেননি, আমিও নির্বাচন করছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তবে এ বিষয়ে আলাপ হয়নি। তাই এ ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করবো।'

মৌসুমী বলেন, 'তবে প্রধানমন্ত্রী বাংলার মা। চলচ্চিত্রবান্ধব একজন মানুষ। তিনি যদি আমাকে কোনো আদেশ দেন, আমি সেটা মাথা পেতে নেব। সেটা নির্বাচনে অংশ নেয়ার জন্য হোক বা সমাজসেবামূলক কাজের বিষয়ে হোক। তবে রাজনীতি নিয়ে আপাতত বিশেষ কোনো পরিকল্পনা নেই আমার।'
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে