বিনোদন ডেস্ক: প্রিয় পদ মাছের ঝোল। ছবিতে অভিনয় করছেন বলে, প্রোমোশনের খাতিরে বলছেন এমনটা নয়। পাওলি দাম এক্কেবারে মাছের পোকা! বর্ষাকাল শুরু হলেই মনটা ইলিশ-ইলিশ করে ওঠে তাঁর। আর বাংলাদেশে শ্যুটিং মানেই পেট পুরে মাছ খাওয়া।
এই টলিউডে পাওলির মন পাওয়া ভার। কেউই চেষ্টা করে এত দিন পারেননি। তবে এবার পাওলি দাম নিজেই জানালেন পুরুষের মন জয় করার সহজ রেসিপি। উপায়টা খুবই সহজ। একটু রান্নার হাত থাকলেই চলবে। প্রতিম ডি গুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কটা সাংবাদিকের সঙ্গে নায়িকার যেমন হয়। শ্যুটিংয়ে অবশ্য় একবারও মাছের ঝোল খেতেই পাননি পাওলি। রাত দিন এতটাই খাটিয়েছেন পরিচালক।
‘আমার জীবনে সাফল্য আর ব্যর্থতা, দুটোই এসেছে। এত দিন ধরে সেটা নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি। অভিনয়ই আমার সেরা ভালবাসা। মঞ্চ অভিনয় দিয়ে শুরু করেছিলাম, আজ এই জায়গায় এসে পৌঁছেছি, এর থেকে আর বেশি কী চাইব?’’ বললেন পাওলি।
আচ্ছা, সত্যি বলুন তো, এই টলিউড কি আপনাকে যোগ্য মর্যাদা দিয়েছে? কোনও অভিনেত্রীই কি আসলে পেয়েছে তাঁর যোগ্যতার দাম। এখনও তো মাছের মুড়োটা পুরুষ অভিনেতাই নিয়ে চলে যায়! উত্তরে পাওলির সেই মনোমোহিনী হাসি। যা বললেন, তা জানার জন্য আপানাকে দেখতেই হবে এই ভিডিও।-এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস