বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ১১:০৭:১৬

‍‘নারীরা এখন এসবই করে, ধনী পুরুষকে বিয়ে করে মোটা অংকের ভরণপোষণ পাওয়ার লোভে’

‍‘নারীরা এখন এসবই করে, ধনী পুরুষকে বিয়ে করে মোটা অংকের ভরণপোষণ পাওয়ার লোভে’

বিনোদন ডেস্ক: বলিউডে অভিনেত্রী, প্রযোজক ও উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মালাইকা আরোরা। গত বছর চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয় মালাইকার।

এ নিয়ে এখনো কথা শুনতে হচ্ছে তাকে। এ বিচ্ছেদে মালাইকারই নাকি সব দোষ। তিনি নাকি উদ্দেশ্যমূলকভাবে ধনী স্বামী বিয়ে করেছেন। যাতে তার সঙ্গে বিচ্ছেদ করে ভরণপোষণ বাবদ মোটা অঙ্কের অর্থ ভাগিয়ে নেয়া যায়।  

গতকাল বুধবার ইন্সটাগ্রামে বেশ জাঁকজমক পোশাক পরিহিত একটি ছবি পোস্ট করেন মালাইকা। সেখানেই এক ব্যক্তি মন্তব্য করেন, নারীরা এখন এসবই করে। ধনী পুরুষকে বিয়ে করে মোটা অংকের ভরণপোষণ পাওয়ার লোভে এবং ডিভোর্স দেয়। সেই অর্থ খরচ করে ছোট কাপড় পরা, বিউটি পার্লার ও জিমে যাওয়া এবং ছুটি কাটানোই তাদের মূল কাজ হয়ে দাঁড়ায়। তোমাদের মতো নারীদের আসলেই কী কোনো কাজ আছে নাকি স্বামীর টাকায় বসে বসে খাওয়াই তোমাদের একমাত্র কাজ?

মালাইকা এর উত্তরে লিখেছেন, 'কিছু না জেনে আমার সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করতে যাবেন না। আরেকজনের জীবন নিয়ে এরকম ঘাটাঘাটি না করে নিজের জীবন নিয়ে কিছু করার চেষ্টা করুন। তবে আপনি যে কিছু করতে পারবেন না তার প্রমাণ তো দিয়েই দিয়েছেন। ' সূত্র : হিন্দুস্থান টাইমস
এমটনিউিজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে