শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ১২:০৪:৫৪

প্রথম বাংলাদেশি হিসেবে চাইনিজ ছবিতে পরীমনি!

প্রথম বাংলাদেশি হিসেবে চাইনিজ ছবিতে পরীমনি!

বিনোদন ডেস্ক: এবার চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছবির নাম ‘চেজিং মার্ডার’। চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এই ছবি।

ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কম্পানি লিমিটেড। বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ছাড়া আরো অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। ‘চেজিং মার্ডার’ ছবিতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে।

এ বিষয়ে পরীমনি বলেন, আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে এ ছবির চুক্তিপত্র স্বাক্ষর হয়েই শুটিং শুরু হবে। এ ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আর এ দেশের অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি- এটা ভাবতেই বেশ ভালো লাগছে।

বর্তমানে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এছাড়া পরীমনি ‘বাহাদুরী’ নামে নতুন একটি ছবির কাজ শুরু করেন। ছবিটি পরিচালনা করছেন শফিক হাসান। তার অভিনীত ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’,‘নদীর বুকে চাঁদ’ ছবিগুলোও মুক্তির অপেক্ষমান তালিকায় রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে