শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০২:৩৫:৪৪

ফাইনালি প্রভাস-শ্রদ্ধা একসাথে?

ফাইনালি প্রভাস-শ্রদ্ধা একসাথে?

বিনোদন ডেস্ক: ফাইনালি প্রভাস-শ্রদ্ধা একসাথে? প্রভাসের পরবর্তী সিনেমা সাহো নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা এ অভিনেতার। কিন্তু সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে এখনো জল্পনা-কল্পনা চলছেই।

জানা যায়, সাহো সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শ্রদ্ধা কাপুর ও দিশা পাটানিকে প্রস্তাব দিয়েছিলেন নির্মাতারা। বাহুবলি সিনেমায় প্রভাসের সহ-অভিনেত্রী আনুশকাকে সাহো সিনেমাটির প্রস্তাব দেওয়া হয়। শোনা যায়, তিনি রাজিও হয়েছিলেন।

কিন্তু সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। তার অন্য একটি তামিল সিনেমার সঙ্গে শিডিউল মিলে যাওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সাহো সিনেমাটিতে প্রভাসের বিপরীতে শেষ পর্যন্ত শ্রদ্ধা কাপুরকেই দেখা যাবে।

আর প্রভাসের সঙ্গে অভিনয়ের জন্য পারিশ্রমিকের পরিমাণও কমাচ্ছেন এ অভিনেত্রী। প্রথমে তিনি যে পারিশ্রমিক চেয়েছিলেন এখন তা থেকে কম পারিশ্রমিকে সিনেমাটি করতে রাজি হয়েছিন শ্রদ্ধা। এ জন্যই তাকে সাহো সিনেমার নায়িকা হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

ইউরোপ, দুবাই, আবু ধাবি, হায়দরাবাদ এবং মু্ম্বাইয়ে সাহো সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি। সাহো  সিনেমাটি পরিচালনা করছেন সুজিত রেড্ডি। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন-শংকর, এহসান ও লয়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে