শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০৩:৫৮:৪০

সালমান খানের সঙ্গে তাঁর কানেকশন কেমন? জানালেন ক্যাটরিনা কাইফ

সালমান খানের সঙ্গে তাঁর কানেকশন কেমন? জানালেন ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী হিসেবে বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে ফেললেন ডিভা ক্যাটরিনা কাইফ । বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে তাঁর একদা একটা প্রেমের সম্পর্ক ছিল।

কিন্তু এখন আর সেই সম্পর্কটা নেই। দুজনেই সেই সম্পর্ক থেকে বেড়িয়ে এসেছেন। কিন্তু প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্বের সম্পর্ক এখনও বেশ মজবুত। সালমান খানের সঙ্গে তাঁর এই স্পেশাল কানেকশনের কারণ জানালেন ক্যাটরিনা কাইফ ।

ক্যাটরিনা বলেন, ‘সালমানের সঙ্গে আমার কানেকশনটা কী, তা শেয়ার করা বেশ কঠিন কাজ। পৃথিবীর যেকোনও বিষয় নিয়ে আমি সালমানের সঙ্গে কথা বলতে পারি। আমাদের একে অপরের প্রতি সম্মানও রয়েছে। যা একটা সম্পর্কের জন্য খুবই জরুরি।’-জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে