শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০৮:১২:৪৩

মৌসুমীকে ফুল দিতে গিয়ে লজ্জায় যেন মরেই যাচ্ছেন জাহিদ হাসান

মৌসুমীকে ফুল দিতে গিয়ে লজ্জায় যেন মরেই যাচ্ছেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক: মৌসুমীকে গোলাপ দিতে গিয়ে লজ্জায় যেন মরেই যাচ্ছেন জাহিদ হাসান। ‘অর্ডার’ শিরোনামের টেলিছবিতে দেখা যাবে এমনটা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় ‘অর্ডার’-এ আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, ফারুক আহমেদ, ড. এজাজ প্রমূখ।

গল্পে দেখা যাবে জাহিদ হাসান ঢাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তার দুজন সহকারী চঞ্চল ও সাজু এবং ব্যক্তিগত সহকারী এজাজ। জাহিদের হয়ে চঞ্চল ও সাজু বিভিন্ন কাজ করে থাকে। কিন্তু কোন কাজে তারা কখনো সফল হয় না।

একদিন চঞ্চল ও সাজু পুলিশের তাড়া খেয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়, যে বাড়িতে থাকে বিধবা মৌসুমী। মৌসুমী তাদের রক্ষা করে। তারা দুজনই মৌসুমীর প্রেমে পড়ে। এই খবর জেনে তাদের বস জাহিদ হাসান এবার মেয়েটিকে তার কাছে নিয়ে আসতে বলে।
এবার জাহিদ হাসানও মৌসুমীর প্রেমে পড়ে যায়। শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হবে ‘অর্ডার’।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে