শুক্রবার, ০৪ আগস্ট, ২০১৭, ০৯:১১:১৩

শিক্ষিকাকে ধমক আর নায়িকার সামনে নতজানু সাংসদ

শিক্ষিকাকে ধমক আর নায়িকার সামনে নতজানু সাংসদ

বিনোদন ডেস্ক : 'একটা গান গাইবেন?' হাসিমুখে আবদারের সঙ্গেই বলেছিলেন দিল্লির এক শিক্ষিকা। তাতে বেদম চটে যান সাংসদ। শুধু চটলেন বলা যায় না, একেবারে যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন।

কড়া ভাষায় বেশ কিছুক্ষণ ধরে চলল ধমক, ''যে সাংসদের সঙ্গেই কথা বলতে জানে না, সে আবার ছাত্র পড়াবে কী?'' শেষ পর্যন্ত শিক্ষিকাকে মঞ্চচ্যুত পর্যন্ত করে ছাড়েন। যে সাংসদকে গান করতে বলা হয়েছিল, তিনি এক সময়ের জনপ্রিয় ভোজপুরী গায়ক ও নায়ক। বর্তমানে বিজেপি সাংসদ এবং দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি।

সেই ঘটনা ধরা পড়েছিল ক্যামেরায়। কিন্তু তারপর এই জাঁদরেল নেতার আর এক ক্যামেরাবন্দি ছবি, যা হু হু করে ভাইরাল হয়, খবরও হয়, তা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। বারাণসীতে ছবির প্রচারে গিয়েছিলেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। লাস্যময়ী নায়িকার সামনে হাঁটু গেড়ে বসে মনোজ গাইলেন ''তু লাগাবেলু যাব লিপিস্টিক....ললিপপ লাগেলু।''

এই দুই ভিডিও পাশাপাশি দেখে অনেকের প্রশ্ন, মনোজ তিওয়ারির অদ্ভুত দ্বিচারী হতে হয় কেন? কারও কারও উত্তর, মনোজদের কাছে নায়িকা আর শিক্ষিকার তফাতটা কী, এটা তারই একটা নিদর্শন মাত্র!

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে