শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ১২:৪৮:৫৯

স্ত্রীর সঙ্গে গোবিন্দার নাচ, ভিডিও ভাইরাল

স্ত্রীর সঙ্গে গোবিন্দার নাচ, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: ৯০-এর দশকের সুপারস্টার গোবিন্দা। তাঁর দুরন্ত অভিনয়ের সঙ্গে বিশেষ ধরনের নৃত্যশৈলী দর্শকদের মন কেড়ে নিয়েছিল। বলিউডে এখন হয়ত গোবিন্দার প্রভাব ফিকে হয়েছে। কিন্তু নাচের ক্ষেত্রে তিনি আজও অসাধারণ।

তাঁর একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ভিডিওতে একটি পারিবারিক অনুষ্ঠানে স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে ‘কিসি ডিস্কো মে যায়ে’ গানের তালে নাচতে দেখা গিয়েছে গোবিন্দাকে।

নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন গোবিন্দা। সেই ভিডিওটি ইতিমধ্যে প্রায় দেড় লক্ষ লোক লাইক করেছেন। ১০ হাজার শেয়ার হয়েছে। এ বছরের শুরুতে ‘আ গয়ে হিরো’-র মাধ্যমে বলিউডে কামব্যাক করতে চেয়েছিলেন। কিন্তু বক্সঅফিসে সাফল্য পায়নি সিনেমাটি।-এবিপি আনন্দ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে