বিনোদন ডেস্ক: পরিচালক এস.এস.রাজামোলীর পরিচালিত ছবি বাহুবলী তাঁর জীবন বদলে দিয়েছে। আঞ্চলিক ছবির নায়ক থেকে এখন তিনি সারা দেশের বহু মানুষের প্রিয় নায়ক। একটা ছবিতেই বদলে গিয়েছে তাঁর জীবন, জনপ্রিয়তা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বাহুবলী প্রভাস –এর কথাই বলা হচ্ছে।
বাহুবলী প্রথম এবং দ্বিতীয় ভাগে অভিনয় করার পরই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন প্রভাস । এখন তাঁর দেশ জোড়া খ্যাতি। শোনা গিয়েছিল, বাহুবলীতে অভিনয় করার পর থেকেই তাঁর কাছে লক্ষ লক্ষ বিয়ের প্রস্তাব এসেছিল। যার কারণে প্রভাসের মহিলা ভক্তদের মনে একটু দুঃখও হয়েছিল। এবার স্বয়ং প্রভাসই জানিয়ে দিলেন, তিনি কবে বিয়ে করছেন!
একটি ইংরেজী দৈনিকের সাক্ষাত্কারে প্রভাস তাঁর বিয়ের প্রসঙ্গে বললেন, ‘এখনই আমার মহিলা ভক্তদের চিন্তা করার কোনও কারণ নেই। এখনই আমি বিয়ে করছি না। এমনকি বিয়ের বিষয়ে ভাবছিও না। আমার এটা ভেবেই খুব ভালো লাগছে এবং নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে, কত মানুষ আমাকে ভালোবাসেন।’ প্রসঙ্গত, খুব শীঘ্রই সাহো ছবিতে দেখা যাবে বাহুবলী প্রভাসকে।-জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে