শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৬:৫২:০৪

বিশ্বখ্যাত র‍্যাপারের ভিডিওতে কে এই বঙ্গ সুন্দরী?

বিশ্বখ্যাত র‍্যাপারের ভিডিওতে কে এই বঙ্গ সুন্দরী?

বিনোদন ডেস্ক : ২০০৭, ইন্ডিয়ান আইডল টপ সিক্স, তখন বয়স ১৭। ২০১৪ তে সরাসরি রাজনীতি, মাত্র ২৪ বছর বয়সে কংগ্রেসের টিকিটে নির্বাচনী লড়াই ঝাড়খন্ড বিধানসভায়। ২০১৭ সালে ২৭ বছর বয়সে ইন্টারন্যাশনাল মিউজিক ভিডিও প্রকাশ হলিউড গায়ক বেবি ব্যাশ ও কিউপিড সাফলের সঙ্গে।

আমেরিকা থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ হয় ইন্টারন্যাশনাল ক্লথিং ব্র্যান্ড ভিরান্সকির সহযোগিতায়। আবারও চমক দিলেন আইডল গার্ল পূজা চট্টোপাধ্যায়। মঙ্গলবারই মুম্বই থেকে দীর্ঘদিন পর কুমারডুবির বাড়িতে ফিরেছেন পূজা। তিনি জানান, এক বছর আগে টেক্সাসের সব থেকে জনপ্রিয় এফএম হামে অনুষ্ঠান চলাকালীন বেবি ব্যাশের সরাসরি ফোন পান তিনি।

বিখ্যাত গায়ক বেবি বাস তার সঙ্গে র‍্যাপ মিউজিক তৈরি করার প্রস্তাব দেন। গোটা গানটিই শুট হয় হিউস্টনে। তাকে আমেরিকান র‍্যাপ গানটির জন্য হিন্দিতে সোয়্যাগ লিখতে দেওয়া হয় । দুঘন্টার মধ্যে সেই সোয়্যাগ লেখা হয় গুলশন ম্যায় ফুল খিলতে হ্যায়।

ফাইনাল হয়ে যায় ডিল। হিউস্টন শহরে গানটির শুট হয় পূজার সঙ্গে। তিনি গানের সঙ্গে মডেল ক্যারেক্টারও অ্যাক্ট করেন মিউজিক ভিডিওটিতে। তৈরি হয়ে যায় PUJA feat BABY BASH and CUPID –VIRANSKI GIRL । গত মাসের ৩০ জুলাই আমেরিকা থেকে ওই মিউজিক ভিডিওটির আনুষ্ঠানিক প্রকাশ হয় ইউটিউবে।

তিনিই প্রথম বঙ্গ তনয়া যিনি এরকম একটা কৃতিত্ব তৈরি করলেন। বলিউডে দীপিকা পাড়ুকানের ট্রিপল এক্স রিটার্ণ অফ জেন্ডার কেজ ও প্রিয়াঙ্কা চোপড়ার বেওয়াচের পর এদেশের কোনও গায়িকা এরকম করিশ্মা করে দেখালেন। কারণ বেবি ব্যাশ এমন একজন আমেরিকান ব়্যাপার যার ইউটিউব ফলোয়ার্স ৮৮ কোটিরও বেশি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে