শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৭:৩০:২৫

সালমানের রহস্যময় ব্রেসলেট ও নীল শার্ট!

সালমানের রহস্যময় ব্রেসলেট ও নীল শার্ট!

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের অনেকেই বিভিন্ন জুয়েলারিকে তাদের সৌভাগ্যের প্রতীক মনে করেন। যেমন সালমান খান তার হাতের একটি ব্রেসলেটকে তার সৌভাগ্যের প্রতীক মনে করেন। ইদানীং তিনি একটি সিলভারের চেইন পরছেন। তাই অনেকের মনেই প্রশ্ন, এটাও কি সালমানের সৌভাগ্যের প্রতীক?

১৯৯৮ সালে রাজস্থানে একটি ফিল্মের শুটিংয়ে এসে তিনি ব্ল্যাকবাক ও চিনকারা শিকার করেছেন। এই অভিযোগে করা অস্ত্র আইনের মামলায় অব্যাহতি পেয়ে গেলেও ব্ল্যাকবাক শিকারের মামলায় এখনও নির্দোষ প্রমাণিত হননি সালমান। তাই যোধপুর কোর্টে গতকাল শুক্রবার সালমান খান গিয়েছিলেন হাজিরা দিতে। সেখানেই তাকে সিলভারের একটি চেইনের সঙ্গে বড় একটি লকেট পড়তে দেখা যায়। যে কোনো মামলায় হাজিরা দেওয়ার ক্ষেত্রে নীল শার্টকেও সৌভাগ্যের প্রতীক মনে করেন সালমান। তাই এবারও নীল শার্টেই দেখা গেছে তাকে।

সালমান বর্তমানে ব্যস্ত আছেন ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে। ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে