শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ০৮:১৯:৪৮

আমিশাকে ঘিরে ধরে খারাপ ভঙ্গিতে গায়ে হাত! বাড়ি পর্যন্ত ধাওয়া

 আমিশাকে ঘিরে ধরে খারাপ ভঙ্গিতে গায়ে হাত! বাড়ি পর্যন্ত ধাওয়া

বিনোদন ডেস্ক : সেলিব্রেটি তারকাদের অনেক সময়ই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়। আর এই বিড়ম্বনার অভিজ্ঞতা অনেক সময় হয়ে উঠে বেশ খারাপ।

তেমন-ই এক বাজে অভিজ্ঞতার সম্মুখিন হলেন বলিউড তারকা আমিশা প্যাটেল।  আর এটা নিয়ে বলিউডে তোলপাড় চলছে।

দিন কয়েক আগে দিল্লি থেকে একটি অনুষ্ঠান সেরে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে অনুরাগীদের হাতে শারীরিকভাবে হেনস্তার শিকার হন তিনি।

এসময় অনুরাগীরা ঘিরে ধরেন আমিশাকে। তিনি তাদের সঙ্গে কথা বলেন। অনেকের আবদারে সেলফিও তোলেন। ঠিক তখনই কেউ একজন আমিশার শরীরের বাজেভাবে হাত দেয়। কিন্তু তিনি কে, তা আলাদা করে বুঝতে পারেননি আমিশা।

এ ঘটনায় আমিশা বেশ মনোক্ষুণ্ণ হয়েছেন। আপাতত ভক্তদের এড়িয়েই চলছেন তিনি।

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ওই ঘটনার পর এক অনুরাগী আমিশার পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করেন। কিন্তু বহুক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলেও আমিশার সঙ্গে দেখা হয়নি তার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে