বিনোদন ডেস্ক : দেশিয় একটি রেডিওতে এসে হিরো আলম বেশ কিছু কথা বলেছেন, যা নিয়ে তৈরি হচ্ছে সংবাদ। তিনি উক্ত রেডিওতে বলেছেন- দায়িত্ব পেলে সাত দিনেই ফাটাকেষ্ট হয়ে দেশ ঠিক করে ফেলব, সুযোগ পেলে বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে নেচে দেখাব, ইত্যাদি।
ওদিকে নির্বাচন করার আশাও রয়েছে হিরো আলমের। এই সব কৌতূহল নিয়ে যোগাযোগ করা হয় হিরো আলমের সঙ্গে। কোন রেডিওটিতে আপনি এসব কথা বলেছেন? এমন প্রশ্নের জবাবে হিরো আলম জানিয়েছেন- তিনি এশিয়ান রেডিওতে এসব কথা বলেছেন।
শোনা গিয়েছে আপনি নাকি এম,পি নির্বাচন করবেন? এর আগে তো শুনেছিলাম আপনি চেয়ারম্যান ইলেকশন করতে আগ্রহী ছিলেন। হিরো আলম বলেন- ‘করলে বড় নির্বাচনই করব। এম,পি নির্বাচনই করব’।
যা হোক এদিকে মুক্তি পেয়েছে হিরো আলমের অ্যাকশন মুভি ‘মার ছক্কা’। রেডিও এশিয়ানের জকি হিরো আলমকে প্রশ্ন করেছিলেন- ‘এমন ছিপছিপে শরীর দিয়ে কীভাবে অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন? এটা কীভাবে সম্ভব?
হিরো আলম উত্তর দিয়েছেন- ‘পারি আর না পারি সামনে আগাইয়া যাব। পরে যা হওয়ার হয়ে যাবে’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস