শনিবার, ০৫ আগস্ট, ২০১৭, ১১:১২:৫৩

নাম প্রকাশ না করার শর্তে শাকিব খানের এই খবরটি নিশ্চিত করেছেন

  নাম প্রকাশ না করার শর্তে শাকিব খানের এই খবরটি নিশ্চিত করেছেন

বিনোদন ডেস্ক : ইদানিং পোশাক-আশাক, লুক ইত্যাদি নিয়ে বেশ সচেতন হয়েছেন শাকিব খান। নতুন ছবি ‘আমি নেতা হবো’র শুটিং আটকে দিয়েছিলেন কস্টিউম পছন্দ না হওয়ায়। ছবি সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে খবরটি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, শুটিং শুরু হওয়ার পর থেকে নিজের জন্য তৈরি অধিকাংশ পোশাক শাকিব খানের পছন্দ হচ্ছিল না। বারবার পরিবর্তন করেও মন মতো পোশাক পাচ্ছেন না, আর ভারি হচ্ছিল তার আপত্তির পাল্লা।

আরো জানা যায়, ২-৩ দিন এভাবে চলার পর শাকিব বুধবার ও বৃহস্পতিবার শুটিংয়ে যাননি। তবে শুক্রবার থেকে আবার শুটিং শুরু হয়েছে এবং শাকিব তাতে অংশ নিয়েছেন।

এ নিয়ে ছবিটির পরিচালক উত্তম আকাশ শুধু বলেন, ‘ছোট একটা সমস্যার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছিল আমাদের। আজ (শুক্রবার) থেকে উত্তরায় আবার শুটিং করছি।’

তবে কেন ও কী কারণে শুটিং বন্ধ ছিল?-এই প্রশ্ন এড়িয়ে গেলেন উত্তম আকাশ।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘আমি নেতা হবো’তে শাকিব খানের বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। এ জুটি একই প্রযোজনা সংস্থার ‘মামলা হামলা ঝামেলা’য় অভিনয় করবেন। এটিও পরিচালনা করছেন উত্তম আকাশ। দুই সিনেমাতেই আরো অভিনয় করছেন ওমর সানী ও মৌসুমী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে