বিনোদন ডেস্ক : সাভারে অনন্ত জলিলের নিজস্ব অফিসের সামনে থেকে অনন্ত জলিলের কর্মচারী ইলিয়াস হাওলাদার রাস্তায় কুড়িয়ে একটি ভ্যান্টিব্যাগ পান। তারপর ভেতরে তিনি দেখতে পান ৪৪ হাজার টাকা এবং একটি আইডিকার্ড রয়েছে। সঙ্গে সঙ্গেই সেই টাকা ও আইডিকার্ড নিয়ে অনন্ত জলিলকে ঘটনা খুলে বলেন এবং টাকা ও আইডিকার্ড জমা দেন ঐ ব্যক্তি।
অতঃপর নিজের কর্মচারীর এমন সততায় খুশি হন এবং বাহবা দেন। তারপর আইডিকার্ডে থাকা মহিলার বিবরণ বের করে নিজের অফিসে ডেকে নিয়ে আসেন তাকে। এবং সমস্ত টাকা ফেরত দেন। বর্তমান সময়ে জলিলের কর্মচারী ইলিয়াসের এমন সততায় সবাই মুগ্ধ হয়েছেন। জলিলের ফেসবুক পেইজে বিষয়টি তার ভক্তদের জন্য জানানো হয় এবং জলিল ক্যাপশনে লিখেন ‘ইলিয়াস হাওয়ালাদার গর্বিত আপনাকে নিয়ে’।
ফেসবুকে জানানোর পর জলিলের অনেক ভক্তই মন্তব্য করেছেন যে প্রতিষ্ঠানের মালিক সৎ তার কর্মচারীরাও সৎ হবেন। এবং বিষয়টি নিয়ে সবাই অনন্ত জলিল ও তার কর্মচারী ইলিয়াসের প্রশংসা করছেন।
এমটিনিউজ/টিটি/পিএস