বিনোদন ডেস্ক: আনুশকা শেট্টির সঙ্গে কি প্রেম করছেন প্রভাস? এই জল্পনা দীর্ঘ দিনের। এ বার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং ‘বাহুবলী’। আদৌ তিনি কোনও সম্পর্কে রয়েছেন কিনা খোলসা করলেন নিজেই।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী সম্প্রতি প্রভাস সাংবাদিকদের বলেন, 'এই মুহূর্তে আমার নারীদের অনুরাগীদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ বিয়ের কথা একেবারেই ভাবছি না।'
পরে হেসে তিনি জানিয়েছেন,এত মানুষ যে তাকে পছন্দ করেন সেটা জেনেই তিনি খুশি। তবে আনুশকা শেট্টির সঙ্গে বিশেষ সম্পর্কের জল্পনাও উড়িয়ে দিয়েছেন প্রভাস। তিনি জানিয়েছেন, ২০০৯ থেকে এক সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন তারা। তাই এ সব গসিপ হওয়া হয়তো স্বাভাবিক।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস