রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ০৬:৪১:৪২

ঢাকা ও কলকাতা জয় করে প্যারিসে মুক্তি পাচ্ছে শাকিবের ‘নবাব’

ঢাকা ও কলকাতা জয় করে প্যারিসে মুক্তি পাচ্ছে শাকিবের ‘নবাব’

বিনোদন ডেস্ক : গত ঈদে ‘নবাব’ প্রথম বাংলাদেশে মুক্তি পায়। দর্শক হৃদয় জয় করে ছবিটি। এরপর কলকাতা। সেখানেও ছবিটি জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার ঢাকা ও কলকাতা জয় করে ‘নবাব’ যাচ্ছেন ফ্রান্সে। আগামী ১১ই আগস্ট ফ্রান্সের প্যারিসে মুক্তি পাচ্ছে।

সেখানকার গোমন্ত সিনেমা হল,স্টাড দ্যু ফ্রান্সে দেখানো হবে ছবিটি। আর এ খবর জানান ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ‘নবাব’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন শাকিব খান। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি ও আব্দুল আজিজ। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ভট্টাচার্য্য।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ শাকিব অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে ‘শিকারি’ সিনেমার মাধ্যমে প্রথমবার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করে শাকিব খান সকল শ্রেণির দর্শকের হৃদয় জয় করেছিলো।

গত কয়েকদিন আগে শাকিব খান ‘আমি নেতা হব’ এবং ‘মামলা হামলা ঝামেলা’ নামে দুটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরিতে রয়েছে বিদ্যা সিনহা মিম। বর্তমানে ‘আমি নেতা হব’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাকিব।
এমটিনিউজ/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে