রবিবার, ০৬ আগস্ট, ২০১৭, ০৯:৩৯:৩৪

মুখ্যমন্ত্রীর পাশে দাড়িয়ে নিজেকে কলকাতার স্টার দাবি করে যা বললেন শাহরুখ

মুখ্যমন্ত্রীর পাশে দাড়িয়ে নিজেকে কলকাতার স্টার দাবি করে যা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাখি পরার ইচ্ছার কথা জানিয়েছেন বলিউডের অভিনেতা শাহরুখ খান।

শনিবার সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে 'যব হ্যারি মেট সেজল' ছবির প্রচারে এসে ইচ্ছার কথা জানান শাহরুখ। খবর টাইমস অব ইন্ডিয়ার

শাহরুখ বলেন, 'প্রতি বছর মমতা দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছ থেকে রাখি বন্ধন পরার অপেক্ষায় থাকি। আজও আমি দিদির ডাকের অপেক্ষায় আছি।'

মুখ্যমন্ত্রীর পাশে দাড়িয়ে নিজেকে কলকাতার স্টার দাবি করে শাহরুখ বলেন, 'আগে আমাকে 'ওভারসিজ স্টার' বলা হতো। কারণ, আমার ছবি দেশের চেয়ে বিদেশে বেশি আয় করত। এখন আমাকে বলে 'কলকাতার স্টা'। পাঁচ বছর ধরে আমার ছবি কলকাতায় প্রচুর ব্যবসা করেছে। এই শহর আমাকে যে ভালোবাসা দিয়েছে, সে ভালোবাসা আমি কোথাও পাইনি। আমাকে আপন করে নেওয়ার জন্য আমি কলকাতা এবং কলকাতাবাসীর কাছে চিরকৃতজ্ঞ।'

‘যব হ্যারি মেট সেজল’ প্রচারের সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক ইমতিয়াজ আলী ও অভিনেত্রী আনুশকা শর্মা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে