সোমবার, ০৭ আগস্ট, ২০১৭, ০১:৩৯:১৭

তীব্র পিঠ ব্যথার কারণে দেরি করে ফেললেন শাহরুখ

তীব্র পিঠ ব্যথার কারণে দেরি করে ফেললেন শাহরুখ

বিনোদন ডেস্ক : গত ৪ আগস্ট মুক্তি পেয়েছে শাহরুখ-আনুশকা জুটির বহুল আলোচিত সিনেমা ‘যব হ্যারি মেট সেজাল’।  সম্প্রতি এ ছবির প্রচারণায় কলকাতা আসেন কিং খান। টুইটার বার্তায় কলকাতায় আসতে দেরি হওয়ার কারণ হিসেবে তীব্র পিঠ ব্যথাকেই দায়ী করলেন এ তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কলকাতার একটি শপিং মলে ভক্তদের সঙ্গে দেখা করার কথা ছিলো ‘রইস’ তারকার। কিন্তু যথাসময়ে ‘যব হ্যারি মেট সেজাল’ দলের সবাই উপস্থিত হলেও দেখা যায়নি বলিউড বাদশাহকে। পরবর্তীতে এক টুইট বার্তায় তিনি জানান, তীব্র পিঠ ব্যথার কারণে ডাক্তারে কাছে ড্রেসিং নিতে গিয়েই দেরি হয়েছে তার।
 
শারীরিক অসুস্থতা এ তারকার জন্য নতুন কোনো বিষয় নয়। এর আগে ঘাড়ের একটি অস্ত্রোপচারের ছবি টুইটারে ভক্তদের উদ্দেশে শেয়ার করেছিলেন তিনি। এবারও কলকাতায় এসে তার ভক্তদের জানালেন শারীরিক অসুস্থতার কথা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে